Duiey Duiey Chaar歌词由KoustavC&Kajol Chatterjee演唱,出自专辑《Duiey Duiey Chaar》,下面是《Duiey Duiey Chaar》完整版歌词!
Duiey Duiey Chaar歌词完整版
ধরলি কেন হাত, অল্পে কুপোকাত,
খুব স্পর্শকাতর এ মন।
দেখেছি যবে, সেই ভেবেছি কবে
হবে প্রেম ঠিক, গল্পের মতন।
ধরলি কেন হাত, অল্পে কুপোকাত,
খুব স্পর্শকাতর এ মন।
দেখেছি যবে, সেই ভেবেছি কবে
হবে প্রেম ঠিক, গল্পের মতন।
তার ওপরে সাদা শাড়ি, খোলা চুলে দেখে
বৃষ্টি নামেনি তাও মেঘ জমেছে।
হাত ধরলি, নাকি মনের ভুল,
ক্ষত যত বুকে যেন একটু কমেছে।
জানতে চাইবনা কারণ, তবে করবনা বারণ,
চাইব শুধু ধরবি হাত ধরেছিলি যেমন করে আবার।
না ডাকবনা পিছু, চাইবনা আর কিছু ,
বেশ লাগছে একে একে দুই ,
দুই'য়ে দুই'য়ে চার , দুই'য়ে দুই'য়ে চার।
দুই'য়ে দুই'য়ে চার , দুই'য়ে দুই'য়ে চার।
হঠাৎ মানছেনা আর ইচ্ছেগুলো,
হতো যেমন শত বছর আগে।
মন, মনোযোগ, তোরই সাথে,
অপেক্ষাতে, কষ্ট পেতে ,
আবার ভালো লাগে।
তার ওপরে ছোট্ট টিপ, গালে টোল দেখে
ফুল ধরেনি তাও, বসন্ত এসেছে।
হাত ধরলি, নাকি মনের ভুল,
ক্ষত যত বুকে যেন একটু কমেছে।
জানতে চাইবনা কারণ, তবে করবনা বারণ,
চাইব শুধু ধরবি হাত ধরেছিলি যেমন করে আবার।
না ডাকবনা পিছু, চাইবনা আর কিছু ,
বেশ লাগছে একে একে দুই ,
দুই'য়ে দুই'য়ে চার , দুই'য়ে দুই'য়ে চার।
দুই'য়ে দুই'য়ে চার , দুই'য়ে দুই'য়ে চার।
দুই'য়ে দুই'য়ে চার , দুই'য়ে দুই'য়ে চার।
দুই'য়ে দুই'য়ে চার , দুই'য়ে দুই'য়ে চার।