Kothay Moshgul歌词由Anindita Authi演唱,出自专辑《Kothay Moshgul》,下面是《Kothay Moshgul》完整版歌词!
Kothay Moshgul歌词完整版
কথায় মশগুল
শিল্পী : অনিন্দতা অথি
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার : শোভন রায়
লেবেল : প্রোটিউন
২২/০৮/২০২২
আমাকে নিয়ে গেলে পারতিস
ভালোবাসা করে রাখতিস।২
দুবেলা দুটো ফুল
কথায় মশগুল
আদর করে দিতিস আমার
ছোট্ট কোন ডাক নাম।
আমাকে আমি তোকেই দিয়ে দিতাম।।
আমার চোখেরা বড়ই লাজুক।
ইচ্ছেরা চায়
কেউ আমাকে ভাবুক।।২
তুই খুব কেয়ারিং, কেয়ারিং
তুই খুব শেয়ারিং,শেয়ারিং
অপসন থাকলে তোকেই নিতাম।।
দুবেলা দুটো ফুল
কথায় মশগুল
আদর করে দিতিস আমার
ছোট্ট কোন ডাক নাম।
আমাকে আমি তোকেই দিয়ে দিতাম।।
আমার স্বপ্নরা নীরব মুখর।
ঘুমঘোর সুখে
কাটে আমার প্রহর।। ২
রোজ তোর ভাবনারা,ভাবনারা
রোজ দেয় আশকারা,আশকারা
ভালোবেসে যদি তোকেই পেতাম।।