笨鸟先飞
我们一直在努力
2025-01-11 11:14 | 星期六

Kothay Moshgul歌词-Anindita Authi

Kothay Moshgul歌词由Anindita Authi演唱,出自专辑《Kothay Moshgul》,下面是《Kothay Moshgul》完整版歌词!

Kothay Moshgul歌词

Kothay Moshgul歌词完整版

কথায় মশগুল

শিল্পী : অনিন্দতা অথি

গীতিকবি : প্রসেনজিৎ ওঝা

সুরকার : শোভন রায়

লেবেল : প্রোটিউন

২২/০৮/২০২২

আমাকে নিয়ে গেলে পারতিস

ভালোবাসা করে রাখতিস।২

দুবেলা দুটো ফুল

কথায় মশগুল

আদর করে দিতিস আমার

ছোট্ট কোন ডাক নাম।

আমাকে আমি তোকেই দিয়ে দিতাম।।

আমার চোখেরা বড়ই লাজুক।

ইচ্ছেরা চায়

কেউ আমাকে ভাবুক।।২

তুই খুব কেয়ারিং, কেয়ারিং

তুই খুব শেয়ারিং,শেয়ারিং

অপসন থাকলে তোকেই নিতাম।।

দুবেলা দুটো ফুল

কথায় মশগুল

আদর করে দিতিস আমার

ছোট্ট কোন ডাক নাম।

আমাকে আমি তোকেই দিয়ে দিতাম।।

আমার স্বপ্নরা নীরব মুখর।

ঘুমঘোর সুখে

কাটে আমার প্রহর।। ২

রোজ তোর ভাবনারা,ভাবনারা

রোজ দেয় আশকারা,আশকারা

ভালোবেসে যদি তোকেই পেতাম।।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/efeb8VVA9AQ1QVQsH.html

相关推荐

  • 规律歌词-陈鹤仁

    规律歌词-陈鹤仁

    规律歌词由陈鹤仁演唱,出自专辑《国学易经歌曲》,下面是《规律》完整版歌词! 规律歌词完整版 作词:先贤语集、陈鹤仁作曲:郭树东童声:郭腾少指导:念萨监制...

  • 规律 (伴奏)歌词-陈鹤仁

    规律 (伴奏)歌词-陈鹤仁

    规律 (伴奏)歌词由陈鹤仁演唱,出自专辑《国学易经歌曲》,下面是《规律 (伴奏)》完整版歌词! 规律 (伴奏)歌词完整版 作词:先贤语集、陈鹤仁作曲:郭树东童声:...

  • Is This What It Feels Like to Feel Like This?歌词-The Wombats&Matthew Murphy&Rich

    Is This What It Feels Like to Feel Like This?歌词-The Wombats&Matthew Murphy&Rich

    Is This What It Feels Like to Feel Like This?歌词由The Wombats&Matthew Murphy&Rich Turvey演唱,出自专辑《Is This What It Feels Like to Feel Like This?...

  • Belong伴奏 (伴奏)歌词-森SEN

    Belong伴奏 (伴奏)歌词-森SEN

    Belong伴奏 (伴奏)歌词由森SEN演唱,出自专辑《Belong》,下面是《Belong伴奏 (伴奏)》完整版歌词! Belong伴奏 (伴奏)歌词完整版 Been always running in the w...