Shera Sundori歌词由Nazmul Hoque&Sujan Khan演唱,出自专辑《Shera Sundori》,下面是《Shera Sundori》完整版歌词!
Shera Sundori歌词完整版
এই মন এই প্রাণ
সগে নিল মোড়
কি রুপ দেখায়া
মোর মন করলো চোর
যা রে যা চলে যা
মোর পিছা করিস না
মিছাতে মোক নিয়া
তুই স্বপ্ন দেখিস না
এই জগৎতের তুয়ে সেরা সুন্দরী
মনে হয় তুয়ে যে স্বর্গের পড়ি
মোর মনটা নে না
তোর মনটা দেনা
মোর কথা কেন ভাবিস না
মোক তুই চিনিস না
মোক পটাইবার পাবো না
মুই অমন চ্যাংরি ত না
যৌবন আর কত দিন রাখবো ধরিয়া
একলায় একলায় তুই
থাকিস কেমন করিয়া
মক নিয়া তুই এত থাকিস কেনে ভাবিয়া
মোর মনের কথা চায়অ পায়না রে বুঝিয়া
ভালপাওয়া দিয়া তোর মন কাড়ে নিম মুই
যতই করিস বাহানা তুই, মুই তো ছাড়িম না
মোক তুই চিনিস না
মোক পটাইবার পাবো না
মুই অমন চ্যাংরি ত না
মোর মনটা নে না
তোর মনটা দেনা
মোর কথা কেন বুঝিস না
মুশকিল রে মুশকিল
তোক বুঝাও মুশকিল
কোন দিন রে হইবে তোর
মনের সাথে মোর মিল
কত আশা তোর মনত কত স্বপ্ন রে
সত্য কথা কং মোর বয়ফ্রেন্ড আছে রে
হায় হায় রে মুই কি ভুল করিলুং রে
তোর পাছত ঘুরিয়া মোর নষ্ট হল জীবন রে
মোক তুই চিনিস না
মোক পটাইবার পাবো না
মুই অমন চ্যাংরি ত না
মোর মনটা নে না
তোর মনটা দেনা
মোর কথা কেন বুঝিস না