Tomare Chariya Dilam歌词由Ariyan Ahamed Shanto&Shanto Pothik演唱,出自专辑《Tomare Chariya Dilam》,下面是《Tomare Chariya Dilam》完整版歌词!
Tomare Chariya Dilam歌词完整版
তোমারে ছাড়িয়া দিলাম পালের বাতাসে
আমারে খুঁজিয়া নিয়ো মনের আকাশে
তোমারে ভাসাইয়া দিলাম চোখের নদীর জলে
আমারে জড়াইয়া রাইখো একলা থাকার কালে।
(মনের ঘরে আছো তুমি জ্বালাই প্রেমের বাতি
বুক ভেঙে যায় স্মৃতির দরজা আজো খোলা রাখি)
যেথায় আছো ভালো থাইকো রাইখো আমায় মনে
দুঃখ পাইলে খুইঁজা নিও তোমার কান্নার ক্ষনে
আছি আমি আপন হইয়া কলঙ্কেরো দাগে
এই বুকেতে তুমি রবে সবার চেয়ে আগে।
কেন মিছে মায়া দিলা, দিলা আমায় ছায়া
কোন সুখের আদর মাইখা হইছো তুমি কায়া
এখন আমি আন্ধার রাইতে জলের মহল গড়ি
বানের জলে খুঁজি আজো একলা মনের পরী।