Bolte Parini Tomake歌词由Pratik Karmakar&Tanushree Bose演唱,出自专辑《Bolte Parini Tomake》,下面是《Bolte Parini Tomake》完整版歌词!
Bolte Parini Tomake歌词完整版
তুমি আমার, একমুঠো ভোর,
গ্রীষ্মকালে, শীতের আদর
তুমি আমার, মনের ভাষা
অন্ধকারে, স্বপ্নের আশা
আদর ভরা, এই বুকেতে
তোমারই নাম, লেখা আছে
খুঁজছে তোমায় এই দুটি চোখ,
চলে এসো আমার কাছে।
ভালবাসি আজও তোমায়,
বলতে পারিনি তোমাকে,
তুমি আমার বাঁচার আশা,
ভালবাসি আজও তোমাকে।
অন্তরা:
দিবানিশি, তোমায় খুঁজি,
আদর করি, স্বপনে
এই মনেতে, রেখেছি যে,
তোমায় আমি, যতনে।
আদর ভরা, এই বুকেতে
তোমারই নাম, লেখা আছে
খুঁজছে তোমায় এই দুটি চোখ,
চলে এসো আমার কাছে।
ভালবাসি আজও তোমায়,
বলতে পারিনি তোমাকে,
তুমি আমার বাঁচার আশা,
ভালবাসি আজও তোমাকে।