Emon Aghat Korli Buke歌词由Jeet Sarkar演唱,出自专辑《Emon Aghat Korli Buke》,下面是《Emon Aghat Korli Buke》完整版歌词!
Emon Aghat Korli Buke歌词完整版
আমার মনটা দিলাম তোরে লিখে তুইযে ছিলি সব,,
আর তোর মনেতে নাইরে আমি অন্য অনুভব,
তোরে আপন ভাবলাম আমি তুইতো ভাবলি পর
আমার মনের ঘর ভাঙিয়া গড়লি নতুন ঘর
আমার শহর করে কালো কোথায় জ্বালিস আলো ,,
তুই হীনারে একা একা কেমনে থাকি ভালো,,
তুইযে ছিলি সবটুকু সুখ মিষ্টি অনুরাগ
সেই তুই আমায় দিলি ব্যাথা হৃদয় করে ভাগ,,
তোরে নিয়ে সপ্ন রঙে আকতাম কত ছবি,,
ভাবিনাই তুই আমায় ছেড়ে অন্য কারো হবি,,
মনের ঘরে তোরই ঝড়ে লাগলো ব্যাথা খুব
কোন মনেতে নিলিরে ঠাই দিলেরে তুই ডুব
আমার শহর করে কালো কোথায় জ্বালিস আলো ,,
তুই হীনারে একা একা কেমনে থাকি ভালো,,
তুইযে ছিলি সবটুকু সুখ মিষ্টি অনুরাগ
সেই তুই আমায় দিলি ব্যাথা হৃদয় করে ভাগ,,
চোখের কোনে এখন জমে সপ্ন ভাঙ্গা জল
মনের মাঝে নাইরে সুখ আজ দুখের কোলাহল
চোখ দুটো আজ দিশেহারা পায়না খুজে দিক
কোন চোখে আজ হইলিরে তুই রঙিলা প্রদীপ,,
আমার শহর করে কালো কোথায় জ্বালিস আলো ,,
তুই হীনারে একা একা কেমনে থাকি ভালো,,
তুইযে ছিলি সবটুকু সুখ মিষ্টি অনুরাগ
সেই তুই আমায় দিলি ব্যাথা হৃদয় করে ভাগ,,