Noshto Re Tor Mon (Explicit)歌词由Mesba Rahaman&AF Saikot演唱,出自专辑《Noshto Re Tor Mon (Explicit)》,下面是《Noshto Re Tor Mon (Explicit)》完整版歌词!
Noshto Re Tor Mon (Explicit)歌词完整版
মনের মানুষ হইয়া রে তুই
যত্নে ভাঙলি মন
বুঝিনি রে নিঠুর বন্ধু
কেমন প্রহসন,,
আলোটুকু কাইরা দিলি
অন্ধকার জীবন
নষ্ট রে তোর মন বন্ধু নষ্ট রে তোর মন।।
একটা সময় আমি নাকি
ছিলাম খুব আপন
চোখের আড়াল হইলে বুঝি
হইতো তোরই মরণ,,
সেই সময়টা এখন শুধুই
স্মৃতির জ্বালাতন।।
টুকরো টুকরো স্মৃতিগুলো
হয় রে আজও জমা
সুখ পোড়া এই বুকের ব্যথা
করে নাতো ক্ষমা,,
আমারে কান্দাইতে করলি
কতো আয়োজন।।
নষ্ট রে তোর মন বন্ধু নষ্ট রে তোর মন।।