Amra Enechi Joy歌词由Arif Rabbani Rakib演唱,出自专辑《Amra Enechi Joy》,下面是《Amra Enechi Joy》完整版歌词!
Amra Enechi Joy歌词完整版
আমরা এনেছি জয়।।
আমরা ছাত্র, আমরা জনতা, আমরা এনেছি জয়
বুলেটের সামনে পেতে বুক করিনি কোনো ভয়।
আমরা এনেছি জয় আমরা এনেছি জয়।।
মোদের দাবি করতে পূরণ করেছি আন্দোলন
অস্ত্র ছাড়াই লড়াই করে করেছি ওদের পতন।
হেরেছে ওরা - ভেগেছে ওরা মেনেছে পরাজয়।।
আমরা লড়েছি, আমরা মরেছি, ঝড়িয়ে লহু লাল
রাত্রী তিমির কাটিয়ে মোরা পেয়েছি নব সকাল।
পেরেছি মোরা ফিরিয়ে দিতে স্বাধীন বাংলাময়।।
মুক্ত-স্বাধীন স্বদেশ পেতে করেছিলাম পণ
তাইতো মোরা রক্ত দিয়েছি, দিয়েছি জীবন।
দেখেছে জাতি মোদের ছাতি ধরা হয়েছে বিস্ময়।।