Nesha Akhon Notun Jibon Return歌词由Gogon Sakib演唱,出自专辑《Nesha Akhon Notun Jibon Return》,下面是《Nesha Akhon Notun Jibon Return》完整版歌词!
Nesha Akhon Notun Jibon Return歌词完整版
কখন গাঁজা
কখন বাবা...(২)
কখন গাঁজা
কখন বাবা
মদ ছাড়া তো চলে না
নেশা এখন নতুন জীবন
অতিতের কথা ভাবি না(২)
যে তুৃমি আপন ছিলে
দূরে সরে গিয়েছো,
অবুঝ এই হ্নদয় টারে
শূন্য করে দিয়েছো,
স্বার্থ খূঁজে বদলে গেছো
নেশা আপন করেছে,
নেশাও আজ তোমার মত
আমায় নষ্ট করেছে,
কখন গাঁজা
কখন বাবা
কখন গাঁজা
কখন বাবা
মদ ছাড়া তো চলে না,
নেশা এখন নতুন জীবন
অতীতের কথা ভাবি না,
ও হো ও হো ওওওও
আমার গানের প্রতিটা
সুরে তোমায় আমি
খুঁজে যাই,
তুমি ছাড়া শূন্য লাগে
হ্নদয়ের আঙ্গিনায়,
কার চোখে চোখ রেখে
অভিমানে ভুলে যাও,
ভালোবাসি বলে আজ
কার বুকেতে মাথা দাও,
তোমায় কেন পাইনা খুঁজে
আমার শহর টায়,
কার শহরে আলো মাখো
আধাঁর দিয়া আমায়,
কখন গাঁজা
কখন বাবা
কখন গাঁজা কখন বাবা
মদ ছাড়া তো চলে না,
নেশা এখন নতুন জীবন
অতীতের কথা ভাবি না,
তোমার দেওয়া সৃতি ভুলতে
নেশার জীবন ধরেছি,
তোমার চোখে হাসির
জোয়ার আমার চোখে পানি,
কেমন করে তোমার সৃতি ভুলে
থাকতে পারি আমি,
চাইনা নেশা চাইনা তোমায়
আধাঁর ছেড়ে আলো চাই,
তাইতো তোমায় ভুলতে আমি
নেশার নৌকা বেয়ে যাই,
তুমি বেশ সুখেই আছ
অন্য কারো পিঞ্জিরায়,
কখন গাঁজা
কখন বাবা
কখন গাঁজা কখন বাবা
মদ ছাড়া তো চলে না,
নেশা এখন নতুন জীবন
অতীতের কথা ভাবিনা,
এই আমি কেমন আমি
যদি জানিতাম,
আমার মত একটা তুমি
খূঁজিয়া নিতাম,
আমার মত একটা তুমি
খূঁজিয়া নিতাম...(২)