Vibgyor歌词由Suvojit Dey演唱,出自专辑《Vibgyor》,下面是《Vibgyor》完整版歌词!
Vibgyor歌词完整版
তোমার কাছে রামধনুর সাতটা রং বেনীআসহকলা
আমার কাছে রামধনু মানে
সাহিত্য থেকে সঙ্গীত বেয়ে
প্রেম হয়ে বৃষ্টি ভিজে ফুটবল খেলা
তোমার কাছে জীবন মানে গিভ মি গিভ মি মোর
আমার কাছে জীবন মানে
বিয়ন্ড ভিবজিওর
তোমার প্রেম তো ফেসবুক ছুঁয়ে
শুধুই টাইম পাস
আমার প্রেমের সুর বেঁধে যান
জীবনানন্দ দাশ
তোমার কাছে শিক্ষা হলো
ডিগ্রী গাঁথা মালা
আমার কাছে শিক্ষা মানে
সহজ পাঠশালা
বায়োডাটা তে ঘুমিয়ে থাকে
তোমার সফলতা
আমার কাছে সফল মানে
প্রাণের কথকথা
তোমার কাছে কলেজ জীবন
স্ট্যাটাস একাডেমি
আমার কলেজ জীবন ভরা
শুধুই পাগলামি
তোমার কাছে স্বর্গ মানে
শুধুই মি এন্ড আই
আমার স্বর্গে বসে আছেন
প্রিয় লালন সাঁই