Kibhabe歌词由Dhi Harmony&Prajna演唱,出自专辑《Kolpona (Explicit)》,下面是《Kibhabe》完整版歌词!
Kibhabe歌词完整版
তুমি আমার অদ্ভুত খেয়ালে
এলোমেলো চুলে আয়নার সামনে
যদি তুমি সামনে এসে দাঁড়াতে
কাছে যেতাম কোনো আবদারে
চিন্তার এই অদ্ভুত আকাশে
কত কথা ঘোরেফেরে চারিপাশে
আজও যদি সামনে এসে দাঁড়াতে
ছুঁয়ে দিতাম প্রতি নিঃশ্বাসে
একবার ফিরে চাও আমাকে
না-বলা কোনো কারণে
ডুবিয়ে দিতে চাই নিজেকে
তোমার ঐ শিহরণে
কি জানি কি ভাবে আমি যে
চেয়ে গ্যাছি এভাবেই তোমাকে
কি জানি কি ভাবে আমি যে
ভুলে গ্যাছি আমি আরো নিজেকে
সারাদিনই ভাবছি ক্যানো তোমাকে
ক্যানো তুমি মিশে গ্যাছো সব কিছুতে
যদি তুমি চাইতে কাছে আমাকে
ছুঁয়ে দিতাম কাছে এসে তোমাকে
সব ফেলে চাইছি শুধু আমি যে
দূরে ঠেলে দিয়ে বাকি সব কিছুকে
যদি তুমি ডাকতে কাছে আমাকে
চলে যেতাম আমি আরো কাছে।
একবার ফিরে চাও আমাকে
না-বলা কোনো কারণে
ডুবিয়ে দিতে চাই নিজেকে
তোমার ঐ শিহরণে
কি জানি কি ভাবে আমি যে
চেয়ে গ্যাছি এভাবেই তোমাকে
কি জানি কি ভাবে আমি যে
ভুলে গ্যাছি আমি আরো নিজেকে