Aghat歌词由HR Fardin Khan演唱,出自专辑《Aghat》,下面是《Aghat》完整版歌词!
Aghat歌词完整版
তুমি যে কষ্ট দিলা বন্ধু
যায় না কিছুতে
চোখের জল কি শুকাবে
সামান্য টিস্যুতে।
তুমি যে আঘাত দিলা বন্ধু
কেমনে ভুলিতাম
এই বুকেতে খোদাই করা
আজও তোমার নাম।।
এত ভালবাসলাম তবু
হইলানা আপন
কি হবে আর বেঁচে থেকে
রেখে এ জীবন।
কেন এমন করলে তুমি
কি দোষে বলো
সাজানো স্বপ্নগুলো
হলো এলোমেলো।
মেয়েঃ তুমি যে ক্ষতি করেছ বন্ধু
মিথ্যা ইস্যুতে
চোখের জল কি শুকাবে
সামান্য টিস্যুতে।।
শত ব্যথার ক্ষতো দিলে
বুকে রক্তক্ষরণ
আমার মতো অতো ভালো
বাসে কোন সে জন।
কত স্মৃতি কত প্রীতি
বুকে কেঁদে মরে
এমন কেনো করলে বন্ধু
বইসা মনের ঘরে।
ছেলেঃ তুমি যে কথা দিয়েছো বন্ধু
কেমনে তুলিতাম
এই বুকেতে খোঁদাই করা
আজও তোমার নাম।।