Jaroj歌词由Kaaktaal演唱,出自专辑《KaaktaalRaw Volume 05》,下面是《Jaroj》完整版歌词!
Jaroj歌词完整版
কেউ এখানে কেউ কেউ এখানে নেই
শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে
জোছনা ঝরিয়ে দেখো জোনাকি ডেকেছে কত
আকাশে জ্বেলেছে বাতি হাজারো তারা।
কেউ এখানে কেউ কেউ এখানে নেই
শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে
মেঘ সরে যায় মৃদু হাওয়া বয়ে যায়
তাতে অগোচরে মিশে প্রিয় হাস্নাহেনা।
তোমার খোলা চুলে দোলা -মৃদু হাওয়া ছুঁয়ে যাওয়া
ঠোঁটে আলতো কাঁপন – কেটে যায় কতক্ষণ
এই অপারগতার চোখে তাকিয়ে মনের কথা
বলবে না যদি শুধু একটু হাসো…
এই অধমেরে তুমি ভালো একটু বাসো …
মোর বুকটা কাঁপে মোর হাতটা কাঁপে
তুমি মেঘপানে একমনে দেখছ কাকে?
মোর শিরদাঁড়াতে শীত গড়িয়ে নামে
তুমি গুনগুন মধু সুরে ডাকছ কাকে?
দেখো আমি এখানে আছি তোমারই পাশে
শত কথা সব ঠোঁটে গিয়ে আটকে আছে।
মোর কল্পনাতে যত রাত এভাবে আমি একা একা বসে থাকি তুমিও এসো
এই অধমেরে তুমি ভালো একটু বাসো
কেউ এখানে কেউ কেউ এখানে নেই
শুধু তুমি আমি আর চাঁদটা তাকিয়ে আছে
কেউ এখানে কেউ কেউ এখানে নেইজ
শুধু একা আমি আর চাঁদটা তাকিয়ে থাকে…