Chengri Sokhi歌词由Dolfi Disha&SM Shorawar演唱,出自专辑《Chengri Sokhi》,下面是《Chengri Sokhi》完整版歌词!
Chengri Sokhi歌词完整版
মোর ছোকরা বন্ধুরে, ও মোর চ্যাংড়া বন্ধুরে-
ঢাকাত যখন চাকরি দি পালু
যাবার বেলা কহি যে গেলু
দিনে রাইতত মোবাইল করিম থাকিস মোর আশে
(মুই) বুঁঝনা বুঁঝনা তুই মজি গেইলু কুন্ বাতাইসে!
ও মোর ছোকরা বন্ধুরে-
ছেলে
মোর চেংড়ি সখীরে
ঢাকার জীবন বড় কঠিন
কামে কাজে কাটেছে দিন
পাখির মতন ছটফটাউ মুই আসিম তোর পাশে
মোবাইল রাখা নিষেধ আছে কামের সময় মোর অফিসে
তক, প্যান্ডেল সাজাই বেহা করিম এই বছরের অঘন পৌষ মাসে
ও মোর চেংড়ি সখীরে-
মেয়ে
ঢাকাই শাড়ি, কানের বালা
দিয়া করিলো মোক উতলা
(ও মোক) ছিপের বঞ্চিৎ ঝুলাইহেনে তুই দেখচি টেন্ঠার খেলা!
(মুই) বুঁঝনা বুঁঝনা তুই মজি গেইলু কুন্ বাতাইসে!
ও মোর ছোকরা বন্ধুরে-
ছেলে
জুড়াম তোর মনের জ্বালা
বাড়ি বানামরে মুই দোতালা
(ও তোক) জনাক রাইতত বাড়ির ছাদত পিন্ধাম তারার মালা
তক, প্যান্ডেল সাজাই বেহা করিম এই বছরের অঘন পৌষ মাসে
ও মোর চেংড়ি সখীরে-
মেয়ে
পুরুষ জাতি চালাক অতি
মনও ভুলাই করে ক্ষতি
মনের ঘরত তালা দিহেনে চাবির কারবার করে
(মুই) বুঁঝনা বুঁঝনা তুই মজি গেইলু কুন্ বাতাইসে!
ও মোর ছোকরা বন্ধুরে-
ছেলে
মুই চেংড়া আলাভোলা
নাই করিম তোক হেলাফেলা
ভালোবাসাত বান্ধা আছু তর খোঁপা ভরা কেশে
তক, প্যান্ডেল সাজাই বেহা করিম এই বছরের অঘন পৌষ মাসে
ও মোর চেংড়ি সখীরে-