Sob Dorojay Tala歌词由Tosiba Begum演唱,出自专辑《Sob Dorojay Tala》,下面是《Sob Dorojay Tala》完整版歌词!
Sob Dorojay Tala歌词完整版
সব দরজায় তালা
গীতিকার : প্রসেনজিৎ ওঝা
শিল্পী : তসিবা বেগম
সুর : এস রুহুল
সঙ্গীত: শোভন রায়
লেভেল : প্রোটিউন
প্রজেক্ট : প্রোটিউন ফোক ফিফটি
সব দরজায় তালা আমার
সব দরজায় তালা ।
আমায় দেখলে সবাই কেমন
মুখটা করে কালা ।
আমি নাকি মানুষ ভালোনা
কেমন করে বুঝাই আমার
অন্তরে কি জ্বালা ।।
ভবে এসে ভাবের ঘরে
যেই ঘুরালাম চোখ ।
চারিদিকে দেখলাম শুধু
স্বার্থে ভরা লোক ।
প্রেমের পথে কেউ হাটেঁনা
প্রেম যে নিশি বালা ।।
আপন ঘরে পাইলাম না ঠাঁই
আপন হইলো পর ।
আপন থেকে পর ভালো তার
সব খানে যার ঘর ।
কারো কাছে নাইরে দাবি
দুখ গলার মালা ।