Obhijog歌词由Dwaipayan Bose演唱,出自专辑《Obhijog》,下面是《Obhijog》完整版歌词!
Obhijog歌词完整版
কেন তুমি মনের ঘরে, কড়া নাড়লেনা।
কেন তুমি অন্ধকারে, প্রদীপ জ্বাললেনা।
একবার ভুল করে, কাছে ডাকলেনা।
ছোট্ট কথা নিজের করে, ঠোঁটে মাখলেনা।
চলেই যদি যাবে সরে, সঙ্গে নিলেনা।
পথের শেষে ঘুমের ঘোরে, খুঁজতে এলেনা।
অহেতুক অযথা যতো, কথা থেকে যায়।
কথার কথা দু-এক কথা আর, বলো শুনে যাই।
চলো ভুলে যাই,
শান্ত নদীর ও-তীর ধরে, চলো হেঁটে যাই, হেঁটে যাই।
অন্ধকারে একলা ঘরে, হাতড়ে ফিরে যাই।
তোমার ঠোঁটের উষ্ণ চাওয়া, আবার পেতে চাই।
দিনের শেষে, সাধুর বেশে, দুয়ারে দাঁড়াই।
চাই বা না-চাই, তোমার মনের দরজা খুলে যাই।
এই ভাবে এই খোলা ঘরে, তোমার আমার মন,
করবো কি আর পেলে পরে রাজা রানি ধন।
কেন তুমি মনের ঘরে, কড়া নাড়লেনা।
কেন তুমি অন্ধকারে, প্রদীপ জ্বাললেনা।
একবার ভুল করে, কাছে ডাকলেনা।
ছোট্ট কথা নিজের করে, ঠোঁটে মাখলেনা।
চলেই যদি যাবে সরে, সঙ্গে নিলেনা।
পথের শেষে ঘুমের ঘোরে, খুঁজতে এলেনা।
অহেতুক অযথা যতো, কথা থেকে যায়।
কথার কথা দু-এক কথা আর, বলো শুনে যাই।
চলো ভুলে যাই,
শান্ত নদীর ও-তীর ধরে, চলো হেঁটে যাই, হেঁটে যাই।