笨鸟先飞
我们一直在努力
2025-01-10 16:39 | 星期五

Obhijog歌词-Dwaipayan Bose

Obhijog歌词由Dwaipayan Bose演唱,出自专辑《Obhijog》,下面是《Obhijog》完整版歌词!

Obhijog歌词

Obhijog歌词完整版

কেন তুমি মনের ঘরে, কড়া নাড়লেনা।

কেন তুমি অন্ধকারে, প্রদীপ জ্বাললেনা।

একবার ভুল করে, কাছে ডাকলেনা।

ছোট্ট কথা নিজের করে, ঠোঁটে মাখলেনা।

চলেই যদি যাবে সরে, সঙ্গে নিলেনা।

পথের শেষে ঘুমের ঘোরে, খুঁজতে এলেনা।

অহেতুক অযথা যতো, কথা থেকে যায়।

কথার কথা দু-এক কথা আর, বলো শুনে যাই।

চলো ভুলে যাই,

শান্ত নদীর ও-তীর ধরে, চলো হেঁটে যাই, হেঁটে যাই।

অন্ধকারে একলা ঘরে, হাতড়ে ফিরে যাই।

তোমার ঠোঁটের উষ্ণ চাওয়া, আবার পেতে চাই।

দিনের শেষে, সাধুর বেশে, দুয়ারে দাঁড়াই।

চাই বা না-চাই, তোমার মনের দরজা খুলে যাই।

এই ভাবে এই খোলা ঘরে, তোমার আমার মন,

করবো কি আর পেলে পরে রাজা রানি ধন।

কেন তুমি মনের ঘরে, কড়া নাড়লেনা।

কেন তুমি অন্ধকারে, প্রদীপ জ্বাললেনা।

একবার ভুল করে, কাছে ডাকলেনা।

ছোট্ট কথা নিজের করে, ঠোঁটে মাখলেনা।

চলেই যদি যাবে সরে, সঙ্গে নিলেনা।

পথের শেষে ঘুমের ঘোরে, খুঁজতে এলেনা।

অহেতুক অযথা যতো, কথা থেকে যায়।

কথার কথা দু-এক কথা আর, বলো শুনে যাই।

চলো ভুলে যাই,

শান্ত নদীর ও-তীর ধরে, চলো হেঁটে যাই, হেঁটে যাই।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/eff22VVA9AQFSWgcM.html

相关推荐

  • Shudhu Tomar Jonyo歌词-Dwaipayan Bose

    Shudhu Tomar Jonyo歌词-Dwaipayan Bose

    Shudhu Tomar Jonyo歌词由Dwaipayan Bose演唱,出自专辑《Shudhu Tomar Jonyo》,下面是《Shudhu Tomar Jonyo》完整版歌词! Shudhu Tomar Jonyo歌词完整版 অঞ...

  • Tomake Chai歌词-Dwaipayan Bose

    Tomake Chai歌词-Dwaipayan Bose

    Tomake Chai歌词由Dwaipayan Bose演唱,出自专辑《Tomake Chai》,下面是《Tomake Chai》完整版歌词! Tomake Chai歌词完整版 বলো, কোথায় যাই,একট...

  • Obinash歌词-Dwaipayan Bose

    Obinash歌词-Dwaipayan Bose

    Obinash歌词由Dwaipayan Bose演唱,出自专辑《Obinash》,下面是《Obinash》完整版歌词! Obinash歌词完整版 ও চোখ দুটো স্বপ্নময়,কতো কথা...

  • Phirbena Jani歌词-Dwaipayan Bose

    Phirbena Jani歌词-Dwaipayan Bose

    Phirbena Jani歌词由Dwaipayan Bose演唱,出自专辑《Phirbena Jani》,下面是《Phirbena Jani》完整版歌词! Phirbena Jani歌词完整版 নেই দেশেরি পথ...

  • 人是_ (cover: 周深)歌词-颜璱

    人是_ (cover: 周深)歌词-颜璱

    人是_ (cover: 周深)歌词由颜璱演唱,出自专辑《人是_》,下面是《人是_ (cover: 周深)》完整版歌词! 人是_ (cover: 周深)歌词完整版 演唱:周深作词:唐恬@勇士...

  • 愛してよ歌词-おかゆ

    愛してよ歌词-おかゆ

    愛してよ歌词由おかゆ演唱,出自专辑《おかゆベスト》,下面是《愛してよ》完整版歌词! 愛してよ歌词完整版 愛してよ歌手:おかゆ作詞:おかゆ作曲:おかゆ街外...

  • 真夜中のマーメイド歌词-おかゆ

    真夜中のマーメイド歌词-おかゆ

    真夜中のマーメイド歌词由おかゆ演唱,出自专辑《おかゆベスト》,下面是《真夜中のマーメイド》完整版歌词! 真夜中のマーメイド歌词完整版 真夜中のマーメイド...

  • 青春の忘れもの歌词-おかゆ

    青春の忘れもの歌词-おかゆ

    青春の忘れもの歌词由おかゆ演唱,出自专辑《おかゆベスト》,下面是《青春の忘れもの》完整版歌词! 青春の忘れもの歌词完整版 青春の忘れもの歌手:おかゆ作詞...