Porer Jibone Tomar Hobo歌词由Mahtim Shakib演唱,出自专辑《Porer Jibone Tomar Hobo》,下面是《Porer Jibone Tomar Hobo》完整版歌词!
Porer Jibone Tomar Hobo歌词完整版
পরের জীবনে তোমার হবো
শিল্পী : মাহতিম শাকিব
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার : শোভন রায়
লেবেল : প্রোটিউন
২৫/১১/২০২২
জেনেতো গেছি তোমার
পছন্দ কি কেমন?
মনের মতোই হবো
চাইছো যেমন তেমন।২
আরও বেশি ভালোবেসে
হবোই তোমার আপন।
এ জীবনে থাক
পরের জীবনে তোমার হবো।
কথা দিলাম ঠিক
তোমার প্রতীক্ষায় রবো।২
মিছে আর
সময়ের পিছে ঘুরে লাভ কি।
তোমার মতো
দিন শেষে আমিও হয়ে যাই দুখী।। ২
মুছে ফেলে স্মৃতি সব
করবোনা অনুভব
তোমাকে পর ভেবে নেবো।।
আরও বেশি ভালোবেসে
হবোই তোমার আপন।
এ জীবনে থাক
পরের জীবনে তোমার হবো।
কথা দিলাম
ঠিক তোমার প্রতীক্ষায় রবো।২
চাঁদ মেঘে
ঢেকে থাক স্মৃতি দিক উঁকি।
থাকবো একা
তবু কখনো হবোনা তোমার মুখোমুখি।।২
হৃদয়ের ক্ষত দাগ
করবোনা কভু ভাগ
নিজেকে নিজে পোড়াবো।।