Priya Churi Marlo Kolijay歌词由Keshab Dey演唱,出自专辑《Priya Churi Marlo Kolijay》,下面是《Priya Churi Marlo Kolijay》完整版歌词!
Priya Churi Marlo Kolijay歌词完整版
আজই কেউ শুনে না আমার কান্না
বুকটা আমার পুড়ে,
ওরে প্রিয়ার শোকে কাটেরে দিন
রাততো কাটে নারে!!
আমি প্রিয়া প্রিয়া প্রিয়া বলে শুধু কেঁদে যায়,
আমার প্রিয়া ছুরি মারলো আমার কলিজায়(২)
ওরে কথায় কথায় বলতো আমায়
তুই আমার সব,
আজই কার আদরে মিথ্যা হইলো
আমার অনুভব!
আমি প্রিয়া প্রিয়া প্রিয়া বলে শুধু কেঁদে যায়,
আমার প্রিয়া ছুরি মারলো আমার কলিজায়(২)
ওরে সকাল সন্ধ্যা মনটা ছুটে
মিথ্যা মায়ার ছলে,
এতো কষ্ট দিলিরে তুই
প্রানটা যায়রে জ্বলে!
আমি প্রিয়া প্রিয়া প্রিয়া বলে শুধু কেঁদে যায়,
আমার প্রিয়া ছুরি মারলো আমার কলিজায়(২)