Bibhrom歌词由Sinha Brothers Project演唱,出自专辑《Bibhrom》,下面是《Bibhrom》完整版歌词!
Bibhrom歌词完整版
যদি কোন এক ভোরে
জেগে দেখো চেনা পার্থিব সব
বদলে গেছে তোমার অবচেতনে,
তুমি কি অবাক হবে?
স্বচ্ছ আয়নায় অস্পষ্ট অবয়ব
অলিক হয়ে রয়ে যায়
দৃষ্টির অগোচরে,
তুমি কি ভীষণ ভয় পাবে?
যদি ভেবে ভুল করো
বুঝতে লাগে সময়
অকাতরে হারিয়ে যেও
নিজের সীমানায়।
তোমার চোখের আয়নায়
দেখতে কি পাও নিজের ছবি?
তোমার হাতের স্পর্শ কি
বুঝতে পারে সবই?
তোমার উষ্ণ নিঃশ্বাস
কি চিনতে পারে তোমায়?
নাকি তুমি নিজের কাছেই
অচেনা কোন প্রতিচ্ছবি!
চেনা সকল অচেনা হয়ে
তাকিয়ে রবে তোমার পানে
চিনবে কি তুমি তাদের
নাকি থাকবে চুপ করে।
যদি দেখে ভুল করো
চিনতে লাগে সময়
তবুও চিনে নিও
নিজের অপূর্ণতায়।
তোমার মনের জানালায়
উঁকি দিতে পারে রৌদ?
তোমার দরজায় কড়া নাড়ে
অচেনা কোন ক্রোধ?
তোমার মলিন হাসি
কি চিনতে পারে তোমায়?
নাকি সবকিছু বিষাদের রঙে
তোমার ছায়ায় হারায়!
যদি কোন এক ভোরে
জেগে দেখো চেনা পার্থিব সব
বদলে গেছে তোমার অবচেতনে,
তুমি কি অবাক হবে?