Matir Ghore Thkba Pore歌词由Baul Shimul Hasan&AH Turjo演唱,出自专辑《Matir Ghore Thkba Pore》,下面是《Matir Ghore Thkba Pore》完整版歌词!
Matir Ghore Thkba Pore歌词完整版
মাটির ঘরে থাকবে পড়ে আপন হবে মাটি
সোয়াবে মাটিতে তোমায় থাকবে না তো পাটি
দমের মেশিন বন্ধ হবে দুদিন আগে পরে
দালান কোঠা ছাইড়া একদিন যাইবা মাটির ঘরে
দুনিয়ারি আরাম আয়েস থাকবে না কবরে
জানাজাতে বলবে তোমার আদরেই ছেলে
তারাতারি করলে দাফন রুহের শান্তি মেলে
বাঁশ বাগানের পাশে তুমি থাকবে একা আপন
জমিদারি ছাইড়া একদিন যাইবা মাটির ঘরে
দুনিয়ারই আরাম আয়েস থাকবে না কবরে
সন্তানেরা তোমার উপর থাকতে পারে রাগ
তাদের, দেয়া অর্থ সম্পদ নাকি হয়নি সমান ভাগ
যাদের জন্য করলা কামাই সারা জীবন ধরে
তারাই তোমায় মাটির ঘরে রাখবে চিরতরে
দুনিয়ারই আরাম আয়েস থাকবে না কবরে