Barir Kache Arshi Nagar (Lalon Geeti)歌词由Anima mukti演唱,出自专辑《Barir Kache Arshi Nagar (Lalon Geeti)》,下面是《Barir Kache Arshi Nagar (Lalon Geeti)》完整版歌词!
Barir Kache Arshi Nagar (Lalon Geeti)歌词完整版
বাড়ীর কাছে আরশী নগর
সেথা এক পড়শী বসত করে
আমি এক দিনও না
দেখিলাম তারে।
.
বিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পাঁড়ে,
বাঞ্ছা করে দেখবো তারি
কেমনে সেথায় যায়রে।
.
কি বলবো পরশীর (কথা)
হস্ত পদ স্কন্ধ মাথা নাইরে,
ক্ষনিক থাকে শূন্যের উপর ক্ষনিক ভাসে নীড়ে
আমি একদিন ও না
দেখিলাম তারে ।
.
পরশী যদি আমায় ছুতো
যম যাতনা সকল যেত দূরে,
সে আর লালন এক খানে রয়
লক্ষ যোজন ফাঁক রে।
আমি একদিনও না
দেখিলাম তারে।