Shiv Shambhu歌词由Keshab Chandra Mondal演唱,出自专辑《Shiv Shambhu》,下面是《Shiv Shambhu》完整版歌词!
Shiv Shambhu歌词完整版
(Verse 1)
ওগো ভোলানাথ, হে মহাদেব,
তোমার প্রেমে আছি কাতর, এ মন মানে না।
নন্দীর নৃত্যে, তব তাণ্ডবে,
হৃদয় আমার বাজে বীণার সুরে গান।
(Chorus)
ওগো ভোলানাথ, প্রিয়তম নাথ,
তোমার প্রেমে ভরে ওঠে আমার নিশ্বাস।
ওগো ভোলানাথ, প্রেমময় নাথ,
তোমার কাছে আমি, যেন আলোতীর তরী।
(Verse 2)
গঙ্গাধার হে, তব অঙ্গে বিরাজে,
চন্দ্রর হিমশীতল আলো, তব মুকুটে জাগে।
তুমি আছো শিব, তুমি আছো শাশ্বত,
তোমার প্রেমে মধুর হয়ে, হৃদয় গড়ে ওঠে।
(Chorus)
ওগো ভোলানাথ, প্রিয়তম নাথ,
তোমার প্রেমে ভরে ওঠে আমার নিশ্বাস।
ওগো ভোলানাথ, প্রেমময় নাথ,
তোমার কাছে আমি, যেন আলোতীর তরী।
(Bridge)
তব ত্রিশূলের চাহনি, আমার প্রাণে,
তুমি আছো সবখানে, তুমি আমার গানে।
তোমার প্রেমে জেগে ওঠে, এই জীবন,
তুমি আমার সর্বস্ব, তুমি আমার ধ্রুবতারা।
(Chorus)
ওগো ভোলানাথ, প্রিয়তম নাথ,
তোমার প্রেমে ভরে ওঠে আমার নিশ্বাস।
ওগো ভোলানাথ, প্রেমময় নাথ,
তোমার কাছে আমি, যেন আলোতীর তরী।
(Outro)
শিব শম্ভু, হে প্রেমের দেবতা,
তোমার প্রেমে আমার হৃদয়, নিত্য নৃত্যে মাতোয়ারা।
ভোলানাথ, হে অমরনাথ,
তোমার প্রেমেই জীবন আমার পূর্ণতা পায়।