Amay Joto Dukkho Dili Bondhure (TIME ZONE Living Room Session, Season 1)歌词由Pavel Areen&Kazal Dewan演唱,出自专辑《Amay Joto Dukkho Dili Bondhure (TIME ZONE Living Room Session, Season 1)》,下面是《Amay Joto Dukkho Dili Bondhure (TIME ZONE Living Room Session, Season 1)》完整版歌词!
Amay Joto Dukkho Dili Bondhure (TIME ZONE Living Room Session, Season 1)歌词完整版
আমায় যত দুঃখ দিলি বন্ধুরে,
আমি তোর প্রেমেরই দেওয়ানারে দেওয়ানা...
এই মন জানে আর কেউ জানেনা ।
প্রাণো বন্ধুরে...
আমি তোমায় পাব, পাবো বলে
ইহ জনম যায় বিফলে
মায়া ফাঁসি লইয়া গলে ঘটলো কি লাঞ্ছনা।
কলিজা হইয়াছে ছিদ্ররে বন্ধু (২)
ধরলো ঘূণে ছাড়ল নারে ছাড়ল না -ঐ
আমায় কাঁদাইলে যেই অবধি,
ভাসাইলে হইত নদী,
সৃষ্টি হতে আজ অবধি
একদিনও পাইলাম না।
যে যাহারে ভালবাসেরে বন্ধু (২)
ব্যবহারে যায় চেনারে যায় জানা - ঐ
যেমন কাষ্ঠে লোহায় পিরিত করে,
নৌকাকে গড়াইয়া পরে
দুইয়ে মিলে যুক্তি করে, শুকনাতে রবো না।
জলের সনে মীনের পিরিতরে বন্ধু (২)
জল বিনে মীন বাঁচেনারে বাঁচেনা-ঐ
এক জানে জহুরী যারা
ভেঁড়ার শিং-এ গলে হীরা,
সোনা রূপায় চায় সোহাগা
যার লাগি যে ফানা ।
কবি জালাল খুঁজে মনের মানুষ রে বন্ধু (২)
যার পিরিতের নাই তুলনারে তুলনা - ঐ