Vulona歌词由Mahfuz Mamun演唱,出自专辑《Vulona》,下面是《Vulona》完整版歌词!
Vulona歌词完整版
তোমার পথে চলি
তোমার কথা বলি
তোমার কাছে করি বায়না
আছো মালিক তুমি
জুড়ে হৃদয় ভূমি
তোমাকে ছাড়া বাঁচা যায়না
↓
আমাকে কভু ভুলে যেওনা
দূরেতে ঠেলে ফেলে দিওনা
তোমাকে আমি যদি হারিয়ে ফেলি
জীবনের মানে পাবোনা ||
ধরার বুকে কত রঙ তামাশা
আশা গুলো ভেঙে দেয় নিরাশা
বিশ্বাসী মন হেরে যায়না তবু
দূর করে দাও প্রভু সব হতাশা
তোমার জিকির করি
তোমার কালাম পড়ি
সিজদায় পড়ে করি কান্না
দয়ার সাগর তুমি
পাপী গোলাম আমি
কবুল করো তামান্না
↓
আমাকে কভু ভুলে যেওনা
দূরেতে ঠেলে ফেলে দিওনা
তোমাকে আমি যদি হারিয়ে ফেলি
জীবনের মানে পাবোনা ||
মরার পরে রবো ঘোর আঁধারে
একটু আলো যেন পাই কবরে
সহজ করে দিও সাওয়াল জবাব
হিসেব চেওনা মোর রোজ হাশরে
ভুলের তাওবা করি
শুধু তোমায় স্মরি
জাহান্নামে ফেলে দিওনা
জান্নাত বহু দামি
যেন তা পাই আমি
কবুল করো মন বাসনা
↓
আমাকে কভু ভুলে যেওনা
দূরেতে ঠেলে ফেলে দিওনা
তোমাকে আমি যদি হারিয়ে ফেলি
জীবনের মানে পাবোনা ||