Allama Sayeedi Shorone歌词由Noori Shehzana Maha演唱,出自专辑《Allama Sayeedi Shorone》,下面是《Allama Sayeedi Shorone》完整版歌词!
Allama Sayeedi Shorone歌词完整版
আমাদের মাঝে আজ
কোরানের পাখি নেই
ব্যথাতুর নদী বহে অগণন আঁখিতেই
সাময়িক বিজয়ের সঙ্গিন এই দিন
প্রয়োজন ছিলো তার
অমলিন রাখিতেই
বাস্তবে রূপ নিলো সব কথা বাণী তার
গলা ছেড়ে বলি তাই আল্লাহু আকবার
মানবিক জয়োগানে মুক্তির বাতায়নে
মুগ্ধের মুগ্ধতা প্রাণভরে মাখিতেই
এখনো যে মানজিল বহুবহু দূর বাকি
বিজয়ের সূর্য আদতেই
মেঘের আড়ালে আজো রয়েছেই ঢাকি
হয়নি পথের শেষ জানো কীগো সাকী
আজো বলা যায় নাতো আবু সায়িদের প্রাণ
পারবে কি আসলেই ছড়াতে মুগ্ধঘ্রাণ
জানি না পথের মাঝে হারাবো কী পথরেখা
পাবো কিনা লগ্নটা ব্যর্থতা ঢাকিতেই