Vabini Konodin歌词由Abhishruti Mukherjee演唱,出自专辑《Vabini Konodin》,下面是《Vabini Konodin》完整版歌词!
Vabini Konodin歌词完整版
ভাবিনি কোনোদিন আসবে যে এই দিন
চোলবো দুজনে , একই পথে
এক হলো দুই প্রাণ সুর পেলো এই গান
কাটবে জীবন এ তোরই সাথে
তুই যে ভাসালি , আমায় রাঙালি
তোর হাতে রইলো বাকি জীবন মরণ
ভাবিনি কোনোদিন আসবে যে এই দিন
চোলবো দুজনে , একই পথে
বাঁধা পড়ে সাতপাক , ভরসা সাথে থাক
তোর চোখে দেখছি রে নতুন সকাল
অভিমানী মন আমার , ভালোবাসার আবদার
রাখবি জানি ঠোঁট হাসবে আবার
তুই বেখেয়ালী কি মায়ায় জড়ালী
ভালোবেসে হয়ে যাক জীবন কাবার