Ei Duti Cokh歌词由Motiur Rahman Mollik演唱,出自专辑《Molliker Gan, Vol. 02》,下面是《Ei Duti Cokh》完整版歌词!
Ei Duti Cokh歌词完整版
এই দুটি চোখ দিয়েছো বলে
দেখি যে কতই অপরূপ
নয়নাভিরাম ক্ষেত খামারে
জুড়াই জ্বালা বিধুর ধূপ ॥
ঐ নিসর্গের বাঁকে বাঁকে
মন যে আমার পড়েই থাকে
তোমার কারুকাজের মেলায়
আনন্দে মোর ভরে যে বুক ॥
তোমার দেয়া চোখের শোকর
জানাবো তার ভাষা কই
যতই ভাবি ততই যেন
পলকহারা চেয়ে রই।
তোমার সৃষ্টি ওগো রহীম
দিগ-দিগন্তে অশেষ অসীম
ফুল ফসলের অতুল শোভায়
বাকহারা হই রই যে চুপ ॥